কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
পদ সংখ্যা ৯ জন
২২ এপ্রিল , ২০২১
নং- ৫৭.০০.০০০০.০৪০.১১.০০১.২১-৪৮৬
পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা
১. কম্পিউটার অপারেটর , ( ২ জন ) - {১১০০০-২৬৫৯০/-}
বিজ্ঞান বিভাগে স্নাতক ( সম্মান ) বা সমমানের ডিগ্রি ; কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি : ইংরেজিতে ৩০ শব্দ , বাংলায় ২৫ শব্দ ;
২. সাঁট - মুদ্রাক্ষরিক কাম - কম্পিউটার অপারেটর , ( ২ জন ) - {১১০০০ - ২৬৫৯০/-}
স্নাতক বা সমমানের ডিগ্রি ; কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ; সাঁটলিপি পরীক্ষার গতি : ইংরেজিতে ৭০ শব্দ , বাংলায় ৪৫ শব্দ ; কম্পিউটার মুদ্রাক্ষর - এ গতি : ইংরেজিতে ৩০ শব্দ , বাংলায় ২৫ শব্দ ;
৩. অফিস সহকারী কাম - কম্পিউটার মুদ্রাক্ষরিক , ( ২ জন ) - {৯৩০০-২২৪৯০/-}
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( এইচ এস সি ) বা ২ সমমান পরীক্ষায় উত্তীর্ণ ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ; বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে ।
৪. অফিস সহায়ক , ( ৩ জন ) - {৮২৫০-২০০১০/-}
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এস এস সি ) বা জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে । সরকারি , আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে । ১৫-০৪-২০২১ খ্রি . তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে । তবে বীর মুক্তিযোদ্ধা / শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র - কন্যা প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর এবং বীর মুক্তিযোদ্ধা / শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র - কন্যার পুত্র - কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩০ বছর হতে হবে । আবেদন অবশ্যই অনলাইনে http://tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে করতে হবে ।
0 Comments