Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


 বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট 


        পদ সংখ্যা ৯ জন

তারিখ - ২৭/০৪/২০২১ নং ,


স্মারক নম্বর -১২.২৩.০০০০.০০৪.১১.০০৪.২১.৩০৮২ 


     পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা 


১. প্রধান বৈজ্ঞানিক বৈজ্ঞানিক , ( ৩ জন ) - {৫০০০০ - ৭১২০০ /-}


সংশ্লিষ্ট বিষয়ে পি , এইচ , ডি - সহ ৭ বৎসরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি । ( কৃষি ) / ( টেক ) / এম , এস , এম , এস , এস , সি , সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ ১০ বৎসরের অভিজ্ঞতা । ৮ টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয় । 


২. ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা , ( ৬ জন ) - {৩৫৫০০ - ৬৭০১০/-}


সংশ্লিষ্ট বিষয়ে পি , এইচ , ডি - সহ ২ বৎসরের অভিজ্ঞতা , অথবা বিএসসি ( কৃষি ) / বিএসসি ( টেক ) / এম , এস , এম , এস , সি , -সহ ৫ 


বৎসরের অভিজ্ঞতা । বয়সসীমা ( ১৫-০৪-২০২১ খ্রি তারিখে ) ১নং পদের জন্য সর্বনিম্ন ৩৯ বৎসর ১ নং পদের জন্য সর্বনিম্ন ৩৫ বৎসর । প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত আবেদনের মডেল ফরম আবেদন করতে হবে । আবেদনের মডেল ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইট 

(http://old.mopa.gov.bd/uploads/2017/archive/forms/admin1-2014-01.PDF ) এবং বিজেআরআই এর ওয়েব সাইট 

( www.bjri.gov.bd ) - এ পাওয়া যাবে । প্রার্থীগণকে আগামী ১৮-০৫ ২০২১ খ্রি : তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে সরাসরি / ডাকযোগে আবেদনপত্র মহাপরিচালক , বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট , মানিক মিয়া এভিনিউ , ঢাকা -১২০৭ বরাবর পৌঁছাতে হবে । সরকারি / আধা সরকারি / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র পৌঁছাতে হবে । প্রার্থীগণকে National Agricultural Research System ( NARS ) নীতিমালা / মানদন্ড অনুযায়ী মূল্যায়ণ করা হবে । সে প্রেক্ষিতে নির্দিষ্ট মূল্যায়ণ ফরম ০৪ ( চার ) প্রস্থ ( সংযােজনীসহ ) আবেদনপত্রের সাথে । দাখিল করতে হবে । নির্দিষ্ট মূল্যায়ণ ফরম বিজেআরআই এর ওয়েব সাইট ( www.bjri.gov.bd ) হতে Download করে সংগ্রহ করা যাবে । আবেদনকারীকে সােনালী ব্যাংকের যে কোন শাখা হতে মহাপরিচালক , বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অনুকূলে ৫০০ / ( পাঁচশত ) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট / পে - অর্ডার ( অফেরৎযােগ্য ) আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে । আবেদনপত্রের খামের উপর পদের নাম ও জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে । উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সরকারি যাবতীয় বিধি - বিধান / আদেশ / কোটা ( প্রযোজ্য ক্ষেত্রে ) এবং আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে । 


( ড . মাহমুদ আল হোসেন ) / পরিচালক ( প্রশাসন ও অর্থ ) মহাপরিচালকের পক্ষে


বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১



Post a Comment

0 Comments