বরিশাল সার্জিক্যাল লিঃ
পদ সংখ্যা ২০ জন।
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা
যােগ্যতা ও অভিজ্ঞতা
১. মেকানিক্যাল কাম ইলেকট্রিক্যাল
ইঞ্জিনিয়ার (পুরুষ)(০৩জন)
গ্রাজুয়েশন। ৩-৫ বছরের
জন অভিজ্ঞতা।
২. একাউন্টেন্ট কাম
সুপারভাইজার (পুরুষ)(০৩জন)
পােষ্ট গ্রাজুয়েশন। ৫-১০ বছরের
জন অভিজ্ঞতা।
৩. সার্জিক্যাল মাস্ক, ক্যাপ
ও সু-কভার তৈরির মেশিন
অপারেটর (পুরুষ)(৪ জন)
এস.এস.সি পাশ। ২-৩
জন বছরের অভিজ্ঞতা।
৪. অফিসার(মার্কেটিং)(পুরুষ)
( ১০ জন)
গ্রাজুয়েশন। বছরের অভিজ্ঞতা।
মেকানিক্যাল কাম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রার্থীকে হাইড্রোলিক এয়ার কম্প্রেসার। মেশিন পরিচালনা,
প্রোডাকশন ও কোয়ালিটি কন্ট্রোল এবং কটন
বয়লার এর উপর অভিজ্ঞতা ও দক্ষতা। গার্মেন্টস
ফ্যাক্টরীতে ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদে
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া
হবে। একাউন্টেন্ট কাম সুপারভাইজার পদের জন্য
প্রার্থীকে ব্যাংকিংও ট্যাক্স, ভ্যাট এর উপর অভিজ্ঞতা।
ফরেন কোম্পানীর সাথে যােগাযােগেরদক্ষতা এবং
গার্মেন্টস বা গার্মেন্টস টাইপ ফ্যাক্টরিতে সুপারভাইজারের
অভিজ্ঞতা বাধ্যতামূলক। মেশিন অপারেটর পদে প্রার্থী সার্জিক্যাল মাস্ক, ক্যাপ ও সু-কভার ইত্যাদি তৈরির মেশিন পরিচালনার অভিজ্ঞতা মার্কেটিং অফিসার পদের জন্য প্রত্যেক আবেদনকারীকে মেডিক্যালসার্জিকাল/
মেডিসিন কোম্পানির কাজের অভিজ্ঞতা। আগ্রহী
প্রার্থীগণকেদুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ
জীবনবৃত্তান্ত এবং আনুষঙ্গিক ফটোকপি যথা- জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও অভিজ্ঞতা প্রমানাদি সংযুক্ত করে খামের উপর পদের নাম
উল্লেখপূর্বক আগামী ১৫ জুন, ২০২১ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদনকরতে বলা হয়েছে
। বরাবর, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ,
বরিশালসার্জিক্যাল, ১৫/২ তোপখানা রোড, বি,এম,এ ভবন (৪র্থ তলা),barisalsurgical@gmail.com
0 Comments