Ticker

6/recent/ticker-posts

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

সমাজসেবা অধিদপ্তর   নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সমাজসেবা অধিদপ্তর  


তারিখ : ২৪/০৫/২০২১ খ্রি .             স্মারক নং : ৪১.০১.০০০০.০৯১.০৭.০০১.২১.৫৩


    পদের নাম , পদ সংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা 


১. হিসাবরক্ষক ( গ্রেড -১৬ ) - ( স্কেল -৯৩০০ ) ,

{ ০১ জন }

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( এইচ.এস.সি )

সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ( বাণিজ্য বিভাগ ) ।

কোন সরকারি / প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে

কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা । 


২. অফিস সহকারী কাম কম্পিউটার

- ( স্কেল -৯৩০০ ) { ০১ জন }

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( এইচ.এস.সি )

। সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটার

প্রশিক্ষণ প্রাপ্ত । কম্পিউটার অপারেটর হিসেবে

কাজ করার ০৩ বছরের অভিজ্ঞতা । বাংলা

ও ইংরেজি টাইপ যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ

টাইপ করার গতি এবং Operators Aptitude

টেস্টে উত্তীর্ণ ।


আবেদনপত্র আগামী ০৮/০৬/২০২১ তারিখ

অফিস সময়ের মধ্যে প্রকল্প । পরিচালক ,

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ

কোনাবাড়ি , | গাজীপুর প্রকল্প , সমাজসেবা

অধিদপ্তর , কক্ষ নং ৮০৮ , ৮ম তলা , ই -৮ / বি 

১ , আগারগাঁও , শেরেবাংলা নগর , ঢাকা -

১২০৭ , এই ঠিকানায় ডাক / কুরিয়ার যোগে

পাঠাতে হবে । সাদা কাগজে লিখিত আবেদনপত্র

নিম্নলিখিত বিবরণ | ও কাগজপত্রাদিসহ উল্লেখিত

ঠিকানায় পৌঁছাতে হবে : 


( ক ) নাম , 

( খ ) পিতা / স্বামীর নাম , 

( গ ) মাতার নাম , 

( ঘ ) স্থায়ী ঠিকানা , 

( ঙ ) বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর , 

( চ ) জন্ম তারিখ , 

( ছ ) ৩১/০৩/২০২১ খ্রি . তারিখে বয়স , 

( জ ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র , 

( ঝ ) জাতীয় পরিচয়পত্র , 

( ঞ ) চারিত্রিক সনদপত্র , 

( ট ) নাগরিকত্ব সনদপত্র , 

( ঠ ) অভিজ্ঞতার সনদপত্র , 

( ড ) কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠান

কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং 

( ঢ ) সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি । 

৩১/০৩/২০২১ তারিখে । | প্রার্থীর বয়স ১৮-৩০

বছরের মধ্যে হতে হবে । প্রতিবন্ধী , মুক্তিযোদ্ধা

ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স

৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য মুক্তিযোদ্ধা

কোটার সনদপত্র দাখিল করতে হবে । সমাপ্ত

প্রকল্পের জনবল অন্য প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত ১৯ সেপ্টেম্বর

২০০৪ তারিখের সম / সওব্য / টিম ১ ( ২ ) /

১১ / ২০০৩-১৬৫ নং স্মারক অনুসারে প্রবেশ

পদে নিয়োগের বয়সসীমা শিথিলযোগ্য ।

আবেদন পত্রের সাথে সকল প্রার্থীকে প্রকল্প

পরিচালক , দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

পুনর্নির্মাণ কোনাবাড়ি , গাজীপুর শীর্ষক

প্রকল্প বরাবর সোনালী ব্যাংকের যেকোন

শাখা থেকে সোনালী ব্যাংক লিমিটেড ,

আগারগাঁও শাখা , ঢাকা এর অনুকূলে

২০০.০০ টাকার অফেরতযোগ্য ।

ব্যাংক ড্রাফট / পে অর্ডার সংযুক্ত করতে হবে ।

প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের

বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের নিয়ােগ

পরীক্ষার জন্য ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে

। ( উম্মুল খায়ের সিদ্দিকা ) , প্রকল্প । পরিচালক

, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

পুনঃনির্মাণ , কোনাবাড়ি , গাজীপুর প্রকল্প । 


ই - মেইল- ummul.siddiqua@gmail.com

Post a Comment

0 Comments