জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম
পদ সংখ্যা ২২ জন।
স্মারক নম্বর:০৫.৪১.১৫০০.২০৪.০১
.০০১.-৯০৫
তারিখ- ২৭/০৫/২০২১ খ্রি:
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা
যোগ্যতা ও অভিজ্ঞতা
১. অফিস সহায়ক(গ্রেড-২০)
৮২৫০-২০০১০, (০৬ জন)
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০),
৮২৫০-২০০১০(৮ জন)
জুনিয়র স্কুল সার্টিফিকেট বা
জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩. নিরাপত্তা প্রহরী (গ্রেড-
২০), ৮২৫০-২০০১০(৮জন)
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা
সমমানের জন পরীক্ষায় উত্তীর্ণ।
সুস্বাস্থ্যের অধিকারী
শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের
নাগরিক এবং চট্টগ্রাম জেলার
স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ২৩/০৬/২০২১ খ্রিঃ তারিখে অবশ্যই
১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।
তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি
মোতাবেক বয়সসীমা ৩২ বছর
পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে
কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য
হবে না। জেলা প্রশাসক, চট্টগ্রাম বরাবর
নির্ধারিত ছকে লিখিত আবেদনপত্র
আগামী ২৩/০৬/২০২১ খ্রিঃ তারিখের
মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা
প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন দরখাস্ত
গ্রহণ করা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়
কর্তৃক প্রবর্তিত আবেদন(www.mopa.
gov.bd) (www.chittagong.gov.bd)
ওয়েবসাইটে এবং এ কার্যালয়ের
নেজারত শাখায় পাওয়া যাবে।
আবেদন ফরম স্বহস্তে পূরণ করতে
হবে।বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে
নাগরিকত্ব সনদ স্বামীর স্থায়ী ঠিকানা
উল্লেখ করতে হবে। আবেদনকারী
কর্তৃক দাখিলকৃত আবেদনের খামের
0 Comments